মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে গুণীজন সম্মাননা ও চা ছাত্র মেধাবৃত্তি প্রদান

মাতৃভূমি সংবাদ 
নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুণীজন সম্মাননা ও চা ছাত্র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ এপ্রিল) জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানটির আয়োজন করে চা বাগানের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ। অনুষ্ঠানের উপজীব্য ছিল চা বাগানে বহুবছর ধরে শিক্ষা নিয়ে কাজ করা মনীষী এবং কিংবদন্তিদের সংবর্ধনা প্রদান ও তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের ও উৎস সদস্যদের জন্য সুদূরপ্রসারী দিকনির্দেশনা।প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, বিশিষ্ট সমাজসেবী ও স্ত্রী-প্রসূতি রোগ সার্জন ডা. সুধাকর কৈরী। এছাড়াও গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুদর্শন শীল, ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন দেব চৌধুরী।এছাড়াও সম্মাননা স্মারক এবং ইয়ুথ আইকন সম্মাননা গ্রহণ করে চা বাগানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা আলোকিত ও নিবেদিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে চা জনগোষ্ঠীর আন্তঃপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ডা. সুধাকর কৈরীর পৃষ্ঠপোষকতায় ২০ জন মেধাবী শিক্ষার্থীদের কাছে বৃত্তি প্রদান করা হয়।বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ একঝাঁক মেধাবী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত সংগঠন যা বিগত ১২ বছর ধরে চা বাগানে শিক্ষা ও সংস্কারমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং চা বাগানে সর্বজন সমাদৃত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD